কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের রাস্তায় বর্ষার পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু স্থান পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় তিনি পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, জেলা কৃষকলীগ নেতা শিক্ষক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইলিয়াস মালিতা, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আ.লীগ নেতা নুরুল মালিতা, আরজুল্লাহ খান, যুবলীগ নেতা শফি উদ্দিন, ইউপি সচিব মহি উদ্দিন প্রমুখ।