আমরা চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় আছি

চুয়াডাঙ্গায় এসডিজি বিষয়ক কর্মশালায় ইউএনও শামীম ভুইয়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এসডিজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। অনুুুষ্ঠানে এসডিজি’র ওপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ও পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।

এ সময় ইউএনও শামীম ভুইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার প্রতিটি উন্নয়ন টেকসই উন্নয়ন করতে স্মার্টভাবে আমরা কাজ করছি। সুন্দর সুন্দর সব কার্যক্রম এ জেলায় শুরু হচ্ছে। মাননীয় প্রধানন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে পরিচ্ছন্ন জেলা ও টেকসই উন্নয়ন প্রয়োজন। আমরা সেটাই করে যাচ্ছি। এর মধ্যমেই আমরা একটি পরিচ্ছন্ন, পরিষ্কার ও চমৎকার চুয়াডাঙ্গা উপহার দিবো, ইনশা-আল্লাহ। কারণ আমরা চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় আছি।

আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ, সাংবাদিক শাহ আলম সনি, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন তিতুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, ডা. তারেক জুনায়েত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কু-ু, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামন মানিক, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শুকুর আলী, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ইউএনও শামীম ভুইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার প্রতিটি উন্নয়ন টেকসই উন্নয়ন করতে স্মার্টভাবে আমরা কাজ করছি। সুন্দর সুন্দর সব কার্যক্রম এ জেলায় শুরু হচ্ছে। মাননীয় প্রধানন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে পরিচ্ছন্ন জেলা ও টেকসই উন্নয়ন প্রয়োজন। আমরা সেটাই করে যাচ্ছি। এর মধ্যমেই আমরা একটি পরিচ্ছন্ন, পরিষ্কার ও চমৎকার চুয়াডাঙ্গা উপহার দিবো, ইনশা-আল্লাহ। কারণ আমরা চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় আছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More