আমদানি নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে
দামুড়হুদায় মাঠ দিবস ও কারিগরি আলোচনাসভায় উপ-পরিচালক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দৈউলী গ্রামের মাঠে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে দামুড়হুদার দৈউলী গ্রামের প্রফেসর পাড়া মাঠে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চলের মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসের প্রধান অতিথি উপ-পরিচালক মাসুদুর রহমান বক্তব্যে বলেন, বেশি বেশি তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের বাহিরে থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। এর ফলে দেশের অর্থ দেশেই থাকবে। এছাড়াও দেশের কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। তিনি আরো বলেন, সোয়াবিন তেল আমাদের মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি করে। সয়াবিন তেল খাবারে ব্যবহারের ফলে শুধু মাত্র গ্যাস্টিকের কারণে আমাদের প্রতি বছর ব্যয় হয় হাজার কোটি টাকা। তাই দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে সুস্থ থাকতে সরিষার তেলে আমাদেরকে অভ্যস্থ হতে হবে। দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও সোহবার হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরব হোসেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.