স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন থাকায় মার্কেটের সকল ব্যবসায়ীর দোকান ভাড়া মওকুফ করে দিয়েছেন চুয়াডাঙ্গার আব্দুল্লাহ সিটির স্বত্ত্বাধিকারী আব্দুল মোমিন স্বপন। এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফ করায় তাকে সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার দুপুরে মার্কেটের ৪র্শ তলায় আনুষ্ঠানিকভাবে আব্দুল মোমিন স্বপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মার্কেটের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহসভাপতি ইসাহাক আলী, ক্যাশিয়ার তরিকুল ইসলামসহ ব্যবসায়ীরা। আব্দুল্লাহ সিটির স্বত্ত্বাধিকারী আব্দুল মোমিন স্বপন বলেন, মার্কেটের ৬৮ ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মাসে ২ লাখ ২০ হাজার টাকা ভাড়া পাওয়া যায়। করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের কথা চিন্তা করে গত দু’মাসে ৪ লাখ ৪০ হাজার টাকা ভাড়া মওকুফ করা হলো।