আপনাদের সেবায় জীবনটা পার করতে চাই

আলমডাঙ্গার হারদীতে নতুন বস্ত্র ও ইফতার বিতরণকালে আসাদুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার জীবনটাই এখন আপনাদের। আমি মনে করি, আমি বেঁচেই আছি আপনাদের জন্য। আপনাদের চলার পথের সাথী হয়ে দীর্ঘদিন ধরে আছি। আপনাদের সেবায় নিজের জীবনটা পার করতে চাই। এ ইউনিয়নেও আমার হাতেই বিদ্যুত এসেছে। এক সময় অন্ধকার জনপদ ছিলো এ এলাকা। আমি গ্রামে গ্রামে ছুটেছি। তিনি আরও বলেন, বাড়ির গিন্নি মারা গেছে কয়েক বছর আগে। আমার দুই মেয়ে। তারা বারবার আমাকে তাদের কাছে ডাকে। আমি বলি, আমি চুয়াডাঙ্গার আট লাখ জনগণকে ছেড়ে কোথাও যাবো না। কোথাও আমার মন টিকবে না। আমি চুয়াডাঙ্গার আপামর জণগণকে ছেড়ে কোথাও যাবো না। আসাদুল হক বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে আজ কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি। আপনারা মনে রাখবেন, নেত্রী ঝুকিপূর্ণ অবস্থায় আছে। নেত্রীর কথা ভাবতে হবে। তিনি বাঁচলে আপনারা বাঁচবেন, আমরা বাঁচবো, বাঁচবে দেশ। তিনি থাকলেই দেশের উন্নয়ন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও হারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শাহাদৎ হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝান্টু, সহসভাপতি আব্দুস সালাম, আরব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মেম্বার, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাকিম মোল্লা, আপকান আলী, আসাবুল হকসহ ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More