স্টাফ রিপোর্টার: মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিনি এ মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মিনিস্টার প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীসহ অতিথিদের স্বাগত জানান, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ ও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনিস্টার প্যাভিলিয়ন পরিদর্শনকালে কোম্পানির পণ্য সামগ্রী পর্যবেক্ষণ করে প্রশংসা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ ও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর দিলরুবা তনু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ও অন্যান্য অতিথিদেরকে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।