মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বামনপাড়াস্থ কার্যালয়ে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৩ মাসব্যাপী ৬০ তম দর্জি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে দর্জি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমান। ৩ মাসের এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন মহিলা অংশগ্রহণ করছেন।