চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সেমিনারে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ২য় দিনে জেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা/সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা/সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (চলতি) দীপক কুমার সাহা, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নিউট্রিশন ইন্টারন্যশনালের কর্মকর্তা আতিকুর রহমান আকন্দ। সেমিনারে প্রেজেন্টশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। সেমিনারে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
সেমিনারে প্রধান অতিথি অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, আজকের কিশোর-কিশোরীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তোমাদেরকে সুস্থ ও সবল হয়ে গড়ে উঠতে হলে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে।