স্টাফ রিপোর্টার: পারিবারিক অশান্তির কারণে তিন বছর আগে স্বামী মনজের আলীর (৪০) সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শিরিনা খাতুনের (৩৫)। এরপর মনজেরের পীড়াপীড়িতে ১০দিন আগে তার সঙ্গে শিরিনার আবার বিয়ে দেয় পরিবার। গতকাল মঙ্গলবার সকালে বাবার বাড়ির পাশের একটি লিচুগাছ থেকে শিরিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চ-ীপুর গ্রামের শাহপাড়ায় এ ঘটনা ঘটে। শিরিনা খাতুন চণ্ডীপুর গ্রামের জুনাব আলীর মেয়ে। আর মনজের আলীর বাড়ি একই উপজেলার জুগিপাড়া গ্রামে। স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকালে লিচুগাছে শিরিনার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিরিনার মা হাজেরা বেগম বলেন, ১৫ বছর আগে মনজেরের সঙ্গে শিরিনার বিয়ে হয়। মনজের মেয়েকে মারধর করায় তিন বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরও মনজের প্রায়ই তাদের বাড়িতে আসতেন। ভালো ব্যবহারও করতেন। মনজের আবার সংসার করতে চাইলে তার সঙ্গে শিরিনার দ্বিতীয়বারের মতো বিয়ে দেন তারা। এর পর থেকে মনজের আবার শিরিনাকে মারধর শুরু করেন। কিছু বলতে গেলে তাদের দিকেও তেড়ে আসতেন। গতকাল সোমবার রাতেও তাদের বাড়িতে বসে শিরিনাকে মারধর করেন মনজের। হাজেরা বেগম অভিযোগ করেন, লাশ যেভাবে হাঁটু গেড়ে ছিল, তাতে সন্দেহ হয় তার মেয়েকে হত্যা করে ওই লিচুগাছে ঝুলিয়ে রাখা হয়েছে। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, প্রতিবেদন এলেই জানা যাবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ