আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো
দামুড়হুদায় সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ক গণশুনানীতে ইউএনও
দামুড়হুদা অফিস: ‘আপনাদের জন্য আমার অফিসের দরজা সবসময় খোলা। আপনারা মাগরিব পর্যন্ত আমাকে অফিসে পাবেন। কারণ আমি মাগরিবের নামাজ অফিসে পড়ি। আপনারা অগ্রাধিকারভিত্তিতে সুবিধাভোগী নির্বাচন করবেন। কারণ চাহিদার তুলনায় যোগান সীমিত। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি লোকমোর্চাকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আমার দফতরেও যদি কোনো সমস্যা দেখেন আমাকে বলবেন। আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো। দামুড়হুদায় সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ক গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি আরও বলেন, এ উপজেলায় সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে আমাকে সুনির্দিষ্টভাবে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। সরকারি সেবা দানকারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লোকমোর্চার ভূমিকা উল্লেখযোগ্য বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল শিশির, নাটুদহ ইউনিয়ন লোকমোর্চার সভাপতি রেজাউল করীম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দিন, আবু বকর, আতিয়ার রহমান, উপজেলা লোকমোর্চার সদস্য গোলাম ছারোয়ার নান্নু, এসএএম কিবরিয়া আজম, ইউসুফ আলী, সেলিনা আক্তার, মোখলেছুর রহমান মেম্বার, আতিয়ার রহমান, লিয়াকত আলী মেম্বার। ওয়েভ ফাউন্ডেশন ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার আয়োজনে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আনিছুর রহমান। গণশুনানীতে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতা ও সরকারি সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন টিটন।