অসহায়ের সেবা করার ফল কখনো বৃথা যায় না
আত্মবিশ্বাস’র শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সাজিয়া আফরীন
স্টাফ রিপোর্টার: কঠোর অধ্যবসায়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশ তথা জাতির কল্যাণে কাজ করতে পারলেই জীবন স্বার্থক হয়। আত্মবিশ্বাস ও পল্লি কর্মসহায়ক ফান্ড (পিকেএসএফ) এর দেয়া শিক্ষাবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী সে লক্ষে নিজেদের গড়ে সুন্দর সমাজ গঠনে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে শিক্ষা সম্প্রসারণে সরকার বাস্তবমুখি নানা কর্মসূচি হাতে নিয়েছে। উচ্চ শিক্ষার জন্যও সরকারিভাবে শিক্ষাবৃত্তি দিচ্ছে বর্তমান সরকার। সরকারি বেসরকারিভাবে দেয়া সকল সুযোগ নিয়ে মানসম্মত শিক্ষাগ্রহণ করে নিজেকে গড়ে তুলতে পারলে পিতা-মাতার প্রত্যাশা যেমন পূরণ হবে, তেমনই জাতি পাবে সুশিক্ষায় শিক্ষিত মানুষ। শিশুকাল থেকেই দেশপ্রেম জাগ্রত হওয়া দরকার। দশের জন্য, দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, মানুষের সেবায় কাজ করলে মানুষের দোয়ায় অনেক উচ্চুতে ওঠা যায়। অসহায়ের সেবা করার ফল বৃথা যায় না।
গতকাল শনিবার সকাল ১১টায় আত্মবিশ্বাস’র চুয়াডাঙ্গাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্মবিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি মিসেস সালমা আছিফ। স্বাগত বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন। সাংবাদিক শাহ আলম সনির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অভিভাবকসহ আত্মবিশ্বাসের বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আত্মবিশ^াস শিক্ষা সম্প্রসারণসহ সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যেসব কর্মসূচি হাতে নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আত্মবিশ্বাসের কার্যক্রম বেগবান করতে জেলা প্রশাসন সব সময়ই সহযোগিতার হাত বাড়াবে।
প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ যে সকল শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি নিচ্ছেন তারা প্রত্যেকে উজ্জ্বল নক্ষত্র হয়ে আগামীতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলে আত্মবিশ^াসের এ উদ্যোগ সফল হবে। আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত।