অবৈধ পথে বড়লোক হতে গিয়ে গ্যাঁড়াকলে বল্লভপুরের দিবাস্তিন মন্ডল

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরিব মানুষকে লোভের ফাঁদে ফেলে স্ট্যাম্প নিয়ে সুদের কারবার করছেন উপজেলার বল্লভপুর গ্রামের ঘাটপাড়ার মৃত খোকন মল্লিকের ছেলে দিবাস্তিন মন্ডল (৫২)। মুজিবনগর থানার পুলিশ কেদারগঞ্জ বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নেয়। দিবাস্তিন মন্ডল তার প্রতারণার ধরণ ও সুদ নেয়ার কথা আংশিক স্বীকার করেছে। মুজিবনগর থানা পুলিশ জানায়-দিবাস্তিন মন্ডলকে আটকের পর শনিবার দিনগত মধ্যরাতে তার বাড়িতে তাকে নিয়ে হাজির করা হয়। এ সময় সে পালাবার চেষ্ট করেও ব্যর্থ হয়। পরে স্বাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-বিভিন্ন মানুষের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প, ব্যাংকের ফাঁকা চেক ও মোটরসাইকেল নিয়ে মোটা সুদের কারবার করে। পরবর্তীতে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ব্যাংকের ফাঁকা চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে এবং মোটরসাইকেলসহ জমাকৃত অন্যান্য দ্রব্যাদির মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ উপার্জন করে থাকে। গরিব ও অসহায় মানুষের আর্থিক দূর্বলতার সুযোগে সে এ ধরণের কাজ করে থাকে। তার মা তার ঘর থেকে এ ধরণের ৩টি মোটরসাইকেল, বেশ কিছু স্ট্যাম্প ও চেকের পাতা বের করে দেন। এ ঘটনায় মুজিবনগর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More