গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ভেকু জব্দ করে স্থানীয় গড়াইটুপি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে ভেকু জব্দ করে পরিষদে আনা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ, বেপরোয়া গতির ট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তাঘাটের অবস্থা নাজুক শীর্ষক সংবাদ প্রকাশ হয়। গতকাল সোমবার রাত ৯টার দিকে ইউনিয়নের সড়াবাড়ীয়ার আমির মল্লিকের ছেলে ফরহাদের পুকুর কাটা হচ্ছিলো। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুকে নির্দেশ দিলে তিনি ভেকু বন্ধ করেন। পরে ভেকু নিয়ে সটকে পড়ার সময় ইউএনও অভিযুক্তকে ভেকু স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসার নির্দেশ দেন। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবাদী জমির মাটি বিক্রি করা সম্পূর্ণ আইন বিরোধী। স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে নির্দেশ দিয়ে ভেকু জব্দ করে পরিষদে রাখতে বলা হয়েছে।