দামুড়হুদার নতুন হাউলী মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এ আদেশ দেন। মাটি বিক্রেতা ছিদ্দিক আলী পুরাতন হাউলী গ্রামের আবু তালেবের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত হাউলী গ্রামের মাঠে অভিযান চালান। এ সময় সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রির অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সিদ্দিক ম-লকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতে দ-িত ব্যক্তির ওপর অর্পিত অর্থদ-ের অর্থ নগদে পরিশোধ করে মুক্তি পান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলী, অফিস সহায়ক রফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এএসআই মসলেম উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ