স্টাফ রিপোটার: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ২০২২ সালের শিক্ষাবৃত্তি, জরুরি চিকিৎসা সাহায্য ও এককালীন অনুদান হিসেবে ১৪৮ সদস্যের মাঝে ৯ লাখ তিন হাজার ২শ’ টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও অধ্যাপক এসএম ইস্রাফিল। সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান শেখ গোলাম শওকত। সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুল হক, সাইদুর রহমান, আজমিরা খানম ঝরা, আব্দুস সালেক, এখলাছ উদ্দিন ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ