সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
ব্যাপারটা খুব সোজা
আহাদ আলী মোল্লা
দফায় দফায় আখ পুড়ে ছাই
আগুন দিলো কারা
থামছে না তো কায়দা এসব
নতুন নতুন ধারা।
কে মারে কার বরাত কখন
যায় না পাওয়া টের
কেরুজ আখে ভূত চেপেছে
বড্ড আতঙ্কের।
কর্তা নাকি জানেন সবই…
নাদান তিনি
আহাদ আলী মোল্লা
মাস্টারিতে দক্ষতা তার
ছাত্রকে খুব পেটান তিনি,
মাঝে মাঝেই ক্ষেপে উঠে
হাতের খায়েশ মেটান তিনি।
প্রায়ই তার মেজাজ গরম
এই ঘটনা ঘটান তিনি
ইচ্ছা করেই রেগে রেগে
অভিভাবক চটান তিনি।…
ওসব বাপু গুল
আহাদ আলী মোল্লা
ট্রেন চলে যায় বে-লাইনে
ঘুমায় শুয়ে চালক,
আকাশ দিয়ে রেল উড়বেই
শিগগিরই; আজ-কাল হোক।
টিকছে না আর কোনো লাইন
রেলের লোকই ভাঙছে আইন
আমরা ভেবে মরছি;
দু’দিন মোটে লাফালাফি
তারপরে কী…
আজকে ছাড়ন নাই
আহাদ আলী মোল্লা
দফায় দফায় চুরি করো
বড্ড মাথা ঘামাও;
পরের জিনিস বিক্রি করে
অনেক টাকা কামাও।
চাল বিক্রি ডাল বিক্রি
হরেক রকম মাল বিক্রি
আজ বিক্রি কাল বিক্রি
বিক্রি হলো মেলা;
খেললে খুবই জেলায়…
করবো এখন কী
আহাদ আলী মোল্লা
প্রশ্ন ফাঁসের ঘটনা তো
নতুন কিছুই নয়,
দেশটা জুড়েই এমন লীলা
সকাল-বিকেল হয়।
এ কারবারে আছেন কারা
পয়সা লুফে নাচেন কারা
সব দাদা ভাই জানেন-
এই কথা কি মানেন?
সব প্রশ্নই ফাঁস হয়ে…