সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
উচিত বিচার করুন
আহাদ আলী মোল্লা
পেটটা গেল জ্বলে;
চালের দামে খুদ কিনে খাই
খিদেয় মরি বলে।
এই খিদে আর যাচ্ছে না
গরিবও চাল পাচ্ছে না
আসছে খুদের চালান,
সময় আছে খুদ না খেলে
এদিক ওদিক পালান।
সরকারি চাল বলে যারা…
মানছি সবাই হার
আহাদ আলী মোল্লা
আমন গেল আউশ গেল
বোরোও হলো শেষ,
এই সুযোগে চালের মূল্য
যায় বেড়ে বেশ বেশ।
পেট শোনে না দামের কথা
যখন খিদে পায়,
চোঁ চোঁ করে কেঁদে কেঁদে
কেবলই ভাত চায়।
কৃষক যখন হাটে গিয়ে…
চিন্তিত খুব
আহাদ আলী মোল্লা
আবুল কালাম কালু
বেজায় রকম চালু
ফেনসিডিলের চালান তোলেন
বেচে পাকা দালান তোলেন
তিনি
বড্ড তাকে চিনি।
লোকটা মাদক কারবারি
ধরা পড়েন বারবারই
যেই ছাড়া পান আবার ফেরেন
সেই পুরোনো…
থেমে থাকেনি
আহাদ আলী মোল্লা
বাঙালিরা কাঁদে আধমরা হয়ে
পাক শাসকের শোসনেই
তবু পাকিরাই খাঁটি খাঁটি লোক
তিল পরিমাণ দোষও নেই
নবাবের বেশে চলে ফেরে ওরা
ভোট ভোট খেলা পাতিয়েই,
ধীরে ধীরে তাই তামাশা ওদের
বুঝেছে…
কোথায় আমার মানি
আহাদ আলী মোল্লা
জার্নিতে বেশ আলাপ চলে যেতে
পাশে বসে খাতির জমায় ওরা
কুটুম কুটুম ভাব নিয়ে দেয় খেতে
আত্মীয়তাও লাগো গো আনকোরা।
সরল মনে যারাই ওসব খায়
একটু পরেই টের পেয়ে যায় জ্বালা
ব্যাগ থলে বা…
নিজকে চেনো নিজে
আহাদ আলী মোল্লা
চেহারাতে মানুষ সবাই
ভিন্ন আছে ভিতর,
কেউ তাতে খুব বুনো শুয়োর
কেউ বেতমিজ ইতর।
যায় না চেনা দেখে মানুষ
চকচকা ভাব ওপর,
পাঞ্জাবি প্যান্ট টাই শুটে বা
পাগড়ি জুবা টোপর-
ভিন্নতা নেই…
দেশটা দেবো ভরিয়ে
আহাদ আলী মোল্লা
নকল ভেজাল ধরার এ জাল
সবখানে যাক বিছিয়ে,
কৃষক-চাষি হাসি হাসি
থাকবে কেন পিছিয়ে?
ওদের যারা ঠকায় তারা
নিচ্ছে নগদ কামিয়ে,
ধরবো টুটি ভাঙবো খুঁটি
সইবো নাকো আমি এ।
এসো সাথে হাতে…
পারলে বাপু
আহাদ আলী মোল্লা
চাল জোটে না ডাল জোটে না
কোথায় পাবো সোনা,
গয়নাগাটি কেনার কথা
তাই মুখে আনবো না।
খিদের জ্বালা পেটে আমার
দিন চলে না খেটে আমার
দায় দেনা ঋণ হাটে
কষ্টে জীবন কাটে।
কমলো কি না…
হাতের পোষা
আহাদ আলী মোল্লা
চোখে আমার পেস্তি জমা
নাকে পোটা সর্দি তো,
নাজাই মানুষ বলেই নগদ
বিল দিয়ে দিই বর্ধিত।
নেই প্রতিবাদ নেই প্রতিরোধ
হচ্ছি শুধুই লাঞ্ছিত,
আঘাত পেয়ে চোখ মুছি আর
বসে বসে কানছি তো।…