খবর:(ঘুষ নেয়ার অভিযোগে আপক রাশিয়ান অর্থমন্ত্রী)
ঘুষ খায় বাঙালিরা
ইন্ডিয়া রাশিয়া
বাম হাতে ঘুষ নিয়ে
মরে শেষে ফাঁসিয়া।
ঘুষ খায় জার্মানি
টোগো পেরু কোরিয়া
ঘুষ খায় মজা করে
দুই হাত ভরিয়া।
ঘুষ খায় ইনি উনি
খায় সারা দুনিয়া,
রাগ ওঠে মনে মনে
এই সব শুনিয়া।
ঘুষ নিয়ে বিশ্বটা
যায় ঠিকই চলিয়া,
ঘুষ মানে পেট ফোলা
লাভ নেই বলিয়া।
-আহাদ আলী মোল্লা