হুক্কা এবং হুয়া

টিপ্পনী

টিপ্পনী
হুক্কা এবং হুয়া

হুক্কা এবং হুয়া-
একটা পুরোই খাঁটি মাগার
আরেকটা ফুল ভুয়া;
হুয়ারা খায় গুড়ের কদম
হুক্কারা পান্তুয়া।

হুক্কা-হুয়ার তেলেসমাতি
ফুললো আঙুল রাতারাতি
পাড়ায় পাড়ায় ওরা দুজন
ধান্দা করেই খাই;
তাই দুজনের চলন-বলন
আহা কী হাইফাই!

ওরা পেটুক পাচ্ছে যেটুক
খাচ্ছে সেটুক তুলে;
যাচ্ছে ভুঁড়ি ফুলে
হুক্কা হুয়া আবার আসিস
চামড়া নেব খুলে!

সূত্র:(মহেশপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে ভুয়া এনজিও ডিভিএস উধাও)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More