মেহেরপুরে ৫ দিনব্যাপি অমর একুশের বই মেলার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ৫ দিনব্যাপি অমর একুশের বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর-১ আসনের সসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে বই মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো. আসকার আলী, জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিক-উল আলম, প্রভাষক (অব.) নূরুল আহমেদ। অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান রচিত বাস্তসাপের মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন- এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নূর এ আলম, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন প্রমুখ। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। প্রধান অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে দেখেন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More