টিপ্পনী
মেসির দলে
বাপের বেটা মেসি;
তাকে নিয়েই বিশ্বে এখন
চলছে চেঁচামেচি।
গোলের ওপর গোল দিয়েছেন
শিরোপা আজ তার,
আমার মেসি তোমার মেসি
সবার অহঙ্কার।
বিশ্বকাপের সোনার বলও
গিয়েছে তার হাতে,
তোমরা তাকে খেলার মাঠে
পারোনি সামলাতে।
মেসির দলের ভক্ত অনেক
আমার দেশে তাই;
আমি এখন আগের মতোন
অন্য দলে নাই।
সূত্র:(আলোচনায় শুধুই মেসি)