আহাদ আলী মোল্লা
ছাগল চোরের বরাত খারাপ
দুই টাকা তার ঝোলায়
পাকড়ে ধরে জনজনতা
দিলো গণধোলাই।
কিন্ত বিরাট হাতি চোরের
দর্শনে লোক পালায়
আরাম করে নিজ ক্ষমতায়
লুটিংপাটিং চালায়।
কার ক্ষমতা ধরতে পারে
বড় রাঘব বোয়াল,
চোরাই জিনিস খেয়ে তারা
ফোলায় গালের চোয়াল।
ধরারও নেই করারও নেই
তাই তো মুখে হাসি
ডাকাত খুনি পার পেয়ে যায়
মুলো চোরের ফাঁসি।
সূত্র: ( দামুরহুদায় ছাগল চোর আটক করে গণধোলাই)