টিপ্পনী
ভোটের হিসাব
-আহাদ আলী মোল্লা
ভোটের মাঠের আসছে খবর কানে
জেলার নেতা ছোটেন সোজা ঢাকা
কার কপালে কী জোটে কে জানে
কার হয়ে যায় তবিল-পকেট ফাঁকা।
লোক চেনা যায় ইলেকশনের ভোটে
পাল্টিয়ে যায় কর্মী অনেক দেখি
নতুন নতুন সমর্থকও জোটে
এসব নিয়েও চলছে লেখালেখি।
অনেক নেতাই আসেন টাকার জোরে
আসল লিডার আড়াল পড়েন ঠিকই
কার পেছনে কোন চেলারা ঘোরে
সবাই জানেন তারা করেন কী কী!
ভোটের মাঠে নোটের জোগান চলে
বাড়ি বাড়ি ভোট চাওয়ারাও আসে
এই কারণেও বেশ কিছু মন গলে
হিসাব মেলে দিন শেষে ফেল-পাসে।