আহাদ আলী মোল্লা
স্বাধীনতার ঘোষণা দেন
মুজিব ৭ই মার্চে,
দেখিয়ে দেন দেশে এখন
মহান কে বা কারচে’।
মুজিব হলেন মহান মহৎ জাতির পিতা
আমার তোমার দাদা দাদি নাতির পিতা
স্বাধীনতার ঘোষক;
তার নীতিতেই থাকবো অটুট
যতোই আমার দোষ হোক।
মুজিব আমার মুজিব তোমার
বড্ড কাছের আপন,
আদর্শ তার বুকে নিয়ে
যাই করে দিনযাপন।
আসেন মুজিব ফিরে;
বাংলাদেশের খাল নদী বিল
হাজার নদীর তীরে।
সূত্র: (৭ মার্চের ভাষণ)