টিপ্পনী
বাড়ছে শুধু দাম
বিশ্ববাজার কম;
আমার দেশে মূল্য বাড়ে
একটানা হরদম।
কার কথা কও? তেল;
আমার দেশে হচ্ছে এখন
উচ্চ দামে সেল।
তেল কেনা খুব ফের;
হাট বাজারে বাড়ায় ধকল
বাড়তি দামের জের।
দুই বেলা খাই ভাত;
চালের হাটে আমজনতার
খুব চলে সংঘাত।
বাড়ছে শুধু দাম;
সেই তুলনায় হচ্ছি গরিব
বাড়ছে না ইনকাম!
সূত্র:(জ্বালানি তেলের দাম আট মাসে সর্বনিম্ন)