বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীঙ্গলা
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন শ্রীঙ্গলা। তিনি বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নতুন হাইকমিশনার খুবশিগিগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন।