আহাদ আলী মোল্লা
চাল জোটে না ডাল জোটে না
কোথায় পাবো সোনা,
গয়নাগাটি কেনার কথা
তাই মুখে আনবো না।
খিদের জ্বালা পেটে আমার
দিন চলে না খেটে আমার
দায় দেনা ঋণ হাটে
কষ্টে জীবন কাটে।
কমলো কি না বাড়লো কি না
সোনা-রুপোর মূল্য
এসব কিছুর ভাবনা ভাবা
বোকার সমতুল্য।
খাই খরচের কথা ভেবেই
ভুলছি সোনার নাম
পারলে বাপু দাও কমিয়ে
আটা চালের দাম।
সূত্র: (সোনার দাম কমেছে ভরিতে ১২৮৩ টাকা)