আহাদ আলী মোল্লা
লুটপাট তাও চালিয়ে যাবা
বসত বাড়ি জ্বালিয়ে যাবা
কৌশলে ফের পালিয়ে যাবা
আহা বাবা আহা বাবা;
ধরাও খাবা ধরাও খাবা।
মনের খায়েশ মিটিয়ে যাবা
জিনিসপাতি ছিটিয়ে যাবা
লোকজনকে পিটিয়ে যাবা
আহা বাবা আহা বাবা;
ধরাও খাবা ধরাও খাবা।
চোখের জলে ভাসিয়ে যাবা
নিঃস্ব করে ফাঁসিয়ে যাবা
শেষে আবার শাসিয়ে যাবা
আহা বাবা আহা বাবা;
ধরাও খাবা ধরাও খাবা।
সূত্র (গাংনীতে অস্ত্র গুলিসহ সন্দেহভাজন দুই ডাকাত আটক)