আহাদ আলী মোল্লা
লাগলে লাগুক আগুন সোনায়
কী আসে যায় তাতে,
কিন্তু কেন লাগছে আগুন
সবজি এবং ভাতে?
আমরা কি ভাই সোনা কিনি
লাগে মরিচ পেঁয়াজ চিনি
ময়দা আটা চালও,
এসব জিনিস কোথায় পাবো
মেজাজটা নেই ভালো।
দাম বেড়ে যায় সকাল বিকেল
সবজি হাটে দেখায় কী খেল
কী আর কিনে খাবো;
সস্তা কোথায় পাবো।
সোনার হাটের আগুন কি ছাই
লাগছে এসে চালে;
দারুণ এ আকালে।
সূত্র (ফের বাড়লো সোনার দাম)