দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আজ (২৭আগষ্ট) মঙ্গলবার (১২ ই ভাদ্র বাংলা) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মৃত্যু দিবস উপলক্ষে স্মৃতি বিজড়িত আটঁচালা ঘর চত্বরে কবীর স্মৃতি পুষ্প মাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানাম মিতা, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল,মধু বিশ্বাস,আপেল হোসেন, উসমান গনি প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: নুরুল আমিন। নজরুল স্মৃতি বিজরিত আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল কবি নজরুল ইসলামের কার্পাসডাঙ্গায় আগমনের ইতিহাস বর্ণনা করে বলেন জাতীয় কবি তরুণ বয়সে অনেকবার এসেছেন জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জনপদ কার্পাসডাঙ্গায়। তিনি এই আটঁচালা থাকতেন। সেই স্মৃতিবিজড়িত খড়ের আটঁচালা ঘরটি এখনো সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘরটি বয়সের ভারে নুয়ে পড়েছে। এ ঘরেই অনেক দিন-রজনি কাটিয়েছেন। সে সময় তিনি আটঁচালা ঘরের অদুরে ভৈরব নদের তীরবর্তী স্থানে বসতেন সেখানে সান বাধানো সিঁড়ি ও করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.