কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বারাদী ও জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার বারাদী মেন পিলার ৮১-টি শূন্যরেখা বরাবর বিজয়পুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার নায়েব মোসলেম উদ্দীন এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিজয়পুর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর এসআই এসি রুবিন যাদব।
অপরদিকে, জগন্নাথপুর মেনপিলার ৯৬ শূন্যরেখা বরাবর হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. দিলরব রহমান এবং বিএসএফএর ৮১ গোংরা ক্যাম্পের এসআই শাহ আলম। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং দু দেশের নাগরিক যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার না করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ