টিপ্পনী:

 

খবর: (মুক্তিপণ না পেয়ে মেহেরপুর ২ ব্যবসায়ীকে জবাই করে খুন)

আমরা দেশে কেউ নিরাপদ নই
হয়ে পড়ি বিরাগ ভাজন
সত্যি যদি কই-
মুখটা চেপে অনেক জ্বালা সই
ফোটে নীতির খই
তাই নিয়ে হইচই-
ডাঁটের বেলা ষোলো আনা
কাজের সময় ফই।

সন্ত্রাসীরা হত্যা করেও
প্রকাশ্যে পইপই-
ঘোরে ফেরে হুমকিও দেয়
আতঙ্কে বেশ রই
টেরর-খুনি দোস্তি করে
রক্ত ওপেন ধোয়
খাচ্ছে পোলাও দই
ওই তো ওরা ওই।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More