টিপ্পনী:

খবর:  (কেন্দ্র থেকে এসএসসির প্রশ্ন বাইরে : সাংবাদিকের কারাদ-)

সাংবাদিকের কা- দেখুন
আস্ত বেটা ভ-,
প্রশ্ন ফাঁসের কারণে তার
হলো কারাদ-।

ভাব নিয়ে সে ঘোরে-ফেরে
এদিক ওদিক ছোটে,
মন্দ কাজেও তার পটুভাব
জবাব দিলেন কোর্টে।

কোর্ট দিয়েছেন সাজা তাকে
হাতেনাতে ধরে,
সাংবাদিকের এ কী দশা
লজ্জাতে যায় মরে।

গাঁয়ের মানুষ পাড়ার মানুষ
সবাই জানায় ধিক;
আকাম করে লোকটা তবে
কেমন সাংবাদিক।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More