খবর: (কেন্দ্র থেকে এসএসসির প্রশ্ন বাইরে : সাংবাদিকের কারাদ-)
সাংবাদিকের কা- দেখুন
আস্ত বেটা ভ-,
প্রশ্ন ফাঁসের কারণে তার
হলো কারাদ-।
ভাব নিয়ে সে ঘোরে-ফেরে
এদিক ওদিক ছোটে,
মন্দ কাজেও তার পটুভাব
জবাব দিলেন কোর্টে।
কোর্ট দিয়েছেন সাজা তাকে
হাতেনাতে ধরে,
সাংবাদিকের এ কী দশা
লজ্জাতে যায় মরে।
গাঁয়ের মানুষ পাড়ার মানুষ
সবাই জানায় ধিক;
আকাম করে লোকটা তবে
কেমন সাংবাদিক।
-আহাদ আলী মোল্লা