খবর:(কালীগঞ্জে ছোটভাইকে হত্যা করেছে বড় ভাই)
ভাই তো এখন মরে ভাইয়ের হাতে
ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়
রসাতলে যাচ্ছে সমাজ তাতে
সকল সময় লেগেই আছে ভয়।
একলা একা যায় না থাকা বাড়ি
কোন ফাঁকে যে কখন কে হয় খুন
যায় না বোঝা টিপসে কে কার নাড়ি
শুনেই ভয়ে মুখ শুকিয়ে চুন।
মায়ের পেটের ভাই তো এখন খুনি
তার ওপরে নেই ভরসা আর
ভাই যা বলে ভয়ে ভয়েই শুনি
ভাই নিয়ে কী থাকলো অহঙ্কার?
এখন সদায় মন জুগিয়ে চলি
করতে পারে খতম নিজের ভাই
নিজেই জোরে নিজের দু কান মলি
ভাই ছেড়ে আর কোন ঠিকানায় যাই।
-আহাদ আলী মোল্লা