খবর:(আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শায়েস্তা হলেন আসাননগরের লাল মোহাম্মদ)
কই গো তুমি কই;
খাচ্ছো এখন পরের ঘরের
দইÑ
তাই নিয়ে তো সারা পাড়ায়
লেগেছে হইচই।
লোকের পিঠা
বেজায় মিঠা
তাতে জবর ঘ্রাণ
যায় ছুটে জান-প্রাণ।
আপনি কি তাই বারে বারে যেতেন
হাত ডুবিয়ে খেতেন
কেমন মজা পেতেন?
এবার লোকে পাকাড় লিয়া
দিলো ভীষণ ধাতানি;
খতম পিরিত পাতানি!
-আহাদ আলী মোল্লা।