খবর: (চুয়াডাঙ্গার বেগনগরে ছালাম ডাক্তারের বিরুদ্ধে প্রতারণা করে জমি রেজিস্ট্রির অভিযোগ)
প্রতারণার গন্ধ
এই নিয়ে খুব দ্বন্দ্ব
স্বার্থ নিয়ে সবাই বিভোর
কিসের ভালো-মন্দ।
কীসের নীতি
শঙ্কা ভীতি
কোথায় পাবেন
সে সম্প্রীতি
আগে ছিলো যা;
এখন যেন সবাই নেতা
মানবে কে তা
শুনেই মানুষ হা।
পরের জমি দখল করে
কবলা-দলিল নকল করে
পয়সা কড়ি লাগিয়ে
জমি নিলেন বাগিয়ে
হয় না বনিবনা
কারণ আছে কারণ আছে
ভীষণ প্রতারণা।
-আহাদ আলী মোল্লা