টিপ্পনী:

খবর:(চুয়াডাঙ্গার বেগমপুরে ভাগ্নের হাতে মামা জখম)

মামা-
ভাগ্নে তোমার গামা;
জীবনটাকে জ্বালিয়ে সে
করবে তামা তামা।

মামা-
পেটটা তো ওর ধামা;
বীর পালোয়ান শীতেও নাকি
দেয় না গায়ে জামা।

মামা-
মাথা খানিক ঘামা;
শায়েস্তা কর ভাগ্নেটাকে
ওর মাথাটা কামা।

মামা-
ভাগ্নেটাকে থামা;
ওপর পানে দিচ্ছে ধাওয়া
নিচের দিকে নামা।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More