খবর:( দর্শনায় র্যাবের ক্রসফায়ারে চুয়াডাঙ্গার সবুজ ও দামুড়হুদার শাকিল নিহত )
কাউকে যদি ইট মারো তো
মরবা তুমি পাটকেলে,
তলা দিয়ে কয়লা যাবে
গাছের গুঁড়ি কাঠ খেলে।
চোর পালালেও চক্রে ঠিকই
আটকা পড়ে সাধুতায়,
অনেক রকম নীতির বয়ান
রোজই বাতান দাদু তাই।
বদের সাথে টেরর-খুনির
দারুণ গভীর সখ্যতা,
কিন্তু সেদিন গভীর রাতে
ফাঁস হয়ে যায় হক কথা।
চলছে মিটিং মূল ঘাতকের
র্যাব করে দেয় ফায়ার,
বুঝলো সবাই অপহরক
সবুজ-শাকিল নাই আর।
ছল্লিবল্লি কতোই করলি
গুলি খেয়ে শেষে মরলি।
Ñআহাদ আলী মোল্লা।
২০.১০.২০১৬