খবর:(অবৈধভাবে লাখ টাকার গাছ কেটে নিলো চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ)
তোমরা যদি গাছ কেটে কাঠ লও
কও-
আধা কি চোর নও
কেমন করে সাধুর বাবা হও?
তোমরা নাকি তাবত লোকের স্যার
আর
ভালো মানুষ গাঁর,
করলে হজম গাছের গুঁড়ি কার?
তোমরা শুনি মেরে বেড়াও ডাঁট
কাঠ
কেটে বানাও খাট
আহা ধরন লাটের বেটা লাট।
তোমরা সবাই জাতির বিবেক বোধ
খোদ
গাছের ওপর ক্রোধ?
তাই কি নিলে এমন প্রতিশোধ?
Ñআহাদ আলী মোল্লা