খবর: (ঝাঁজাডাঙ্গায় ৭ কেজি রূপার চালান উদ্ধার)
ছোট চালান ধরা পড়ে
বড়টা হয় পাচার-
কেউ বোঝে না তেলেসমাতি
চাচার।
রাঘব চাচার খুব বড় হাত
মুসলিকে হয় আসান
নিজে ঠিকই অটল থাকেন
অন্য মানুষ ফাঁসান।
আকামে খুব ঘাড়ান তিনি
বিপদ আপদ ভাড়ান তিনি
দু’ হাত দিয়ে তাড়ান তিনি
ঝামেলা
তা মেলা!
ওপর থেকে নিচে ওনার খাতির
পা দু’ খানি হাতির
বিরোধিতা করলে খবর
গুলি জবাই বা তীর!
-আহাদ আলী মোল্লা