খবর: (গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের হুমকিদাতার মোবাইলে যোগাযোগকারী দুজন গ্রেফতার)
চাঁদাবাজির পয়সা খাবা
দাদাগিরির কায়দায়,
পড়লে আগেই গ্যাঁড়াকলে
আর হলো না খাইদাই।
পরের ক্ষতি করতে গেলে
মোটা সুযোগ ধরতে গেলে
কিন্তু খবর ফাঁস হলো
চান্দাবাজি বাঁশ হলো।
এ বাঁশ নাকি ঝোড়া?
হয়তো থোড়া থোড়া
মাঝে মাঝে বাঁশের গেরো
আছে বাঁশের এঁকো-
ধরা খেলে অবশেষে
খাও পুলিশের বেকোঁ।
-আহাদ আলী মোল্লা