টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গার জাফরপুরে রানী খাতুনের রহস্যজনক মৃত্যু : স্বামীর গাঢাকা)

 

ঢ্যামনা স্বামীই নাটের গুরু

চামড়া ভীষণ পুরু-

তাকে দেখে বুকটা বিবির

কাঁপতো দুরু দুরু;

কাজের ফাঁকে বউ বসলেই

বা পান থেকে চুন খসলেই

মরদ উঠে করতো নাকি

মার-পিটুনি শুরু।

 

নাদান স্বামীর অকাজে বেশ গুণ

সেই করেছে খুন-

নইলে কেন হাড় হাভাতের

মুখ শুকিয়ে চুন;

কেনই বা সে পালিয়ে গেল

ঘর সংসার জ্বালিয়ে গেল

তাকে নিয়েই সন্দেহ খুব

লোকের মনে ঘুণ।

 

ভাত দ্যাওনের ভাতার তো নয়

কিল মারনের গোঁসাই;

এই মিনসের ধাক্কা ধকল

কার জীবনে পোষায়?

Ñআহাদ আলী মোল্লা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More