খবর:(ক্ষমতাসীনদের ছাড়াই বৃহত্তর জাতীয় ঐক্যের চেষ্টা চালাবে বিএনপি)
গালের ভেতর গল্প আছে
তার মানেতো গাল গল্প,
পুরোনো গিদ ভাল্লাগে না
করুন কিছু হাল গল্প।
আপনি করিতকর্মা ভীষণ
গোমর কেন ফাঁস করেন,
একটুখানি কথার ভুলে
চাঙ্গা মানুষ লাশ করেন।
বললে আবার উসকানি হয়
কারো কারো ফুঁসকানি হয়
কর্মীরা হয় নাকাল;
ওপরে বেশ চকচকানি
ভেতর পানে মাকাল!
–আহাদ আলী মোল্লা