খবর:(চুয়াডাঙ্গা হকপাড়ার যুবক হান্নানকে পিটিয়ে হত্যা)
কার নসিবে কী যে লেখা আছে
ভয়ে আছি শুধাবো কার কাছে
এদিক থেকে ওদিকে যাই যেই
কানে শুনি কে যেন কে নেই।
ঘরে থাকি বাইরে থাকি তাও
আতঙ্কে যে চলে না এক পাও
রাতে দিনে বাঁচার আশা খুঁজি
কোথায় কখন কী হয়ে যায় বুঝি!
আইন কানুন উঠলো নাকি লাটে
ভেবে ভেবে ভর দিনমান কাটে
ভালো মানুষ তারাও খাটে জেল
খুনি ভাঙে সাধুর মাথায় বেল।
_আহাদ আলী মোল্লা।
০৩.০২.২০১৬