খবর:(আলমডাঙ্গার মাজহাদে বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলে উৎকোচ তোলার অভিযোগ)
সবখানে হয় টাকার খেলা
টাকা সে এক জিনিস,
আপদ বিপদ যত্ত রকম
মুহূর্তে হয় ফিনিস।
টাকা দিলেই বউ পাওয়া যায়
শ্যালিও হয় নইচে,
টাকা মানেই আনন্দ খুব
সুখের হাওয়া বইছে।
ঘুষ সেলামি উৎকোচ বা
দান বখশিশ টাকা,
এই কারণে ঘুরে বেড়ায়
অত্যাচারের চাকা।
Ñআহাদ আলী মোল্লা