-আহাদ আলী মোল্লা
হুঁশ ফেরে না কর্তাদেরই
কখন যে কী কন তারা,
বাইরে ঘোরে খুব ভয়ানক
কোভিড উনিশ হন্তারা।
হন্তা কোথায় কার শরীরে
কেউ জানে না বাস্তবে,
বাংলাদেশের সব মানুষই
একটু করে আঁচ তবে।
প্রাণ কেড়ে নেয় কোভিড উনিশ
নামের ঘাতক ভাইরাসে,
বলতে পারো ওর সাথে কে
কবে কখন পাইরাছে?
না ভেবে কাজ করছে ওরা
কারখানা ফের খুললো,
তাই মানে এই করোনা ফের
বছরখানেক ঝুললো।
সূত্র: (করোনা ঝুঁকির মধ্যেই খোলা হলো পোশাক কারখানা)
# # # # # # # #
(২৮.০৪.২০২০)