ভাবছি
আহাদ আলী মোল্লা
দেশে এখন গাঁজাখোরের
সংখ্যা অনেক তাই,
ওদের মতোন আবডালে রোজ
আমিও মাল খাই।
টানেন গাঁজা বাবা সাহেব
টানেন গাঁজা ছেলে
মা ক্ষেপে কয় কলকে টেনে
কেমন মজা পেলে?
গাঁজার যদি ভক্ত এতোই
করগে গাঁজার চাষ,
বাদ দিয়ে ভাত-রুটি তোরা
সবাই গাঁজা খাস।
লজ্জাতে মুখ লাল হয়ে যায়
গাঁজার কথা শুনে
ভাবছি দেবো ধানের ক্ষেতে
গাঁজার বেছন বুনে।
সূত্র: (দর্শনায় গাঁজা ও থ্রিপিসসহ গ্রেফতার-৩)