টিপ্পনী – ওদের ঠেলা
আহাদ আলী মোল্লা
ওদের ঠেলা
আহাদ আলী মোল্লা
ব্যবসা করেন ওনারা সব
তাল বেতালের খেলা,
কায়দা করে ফায়দা লোটেন
কামাই করেন মেলা।
রক্ত চোষার ভক্ত সবাই
দিন দুপুরেই পকেট জবাই
ভুল বুঝিয়ে গুল মেরে রোজ
খান তো মেলা মেলা।
কেউ জানে না ওদের হাতে
নেতাও আছে ভয় কি তাতে
সঙ্গে আছে ডজন ডজন
শক্তিশালী পেলা।
পার পেয়ে যায় সুযোগ বুঝে
ধরতে গেলে পাইনে খুঁজে
আমার মতোন আমজনতাও
জানে ওদের ঠেলা।