খবর: (সিলেটে ডিসি অফিসে দুদক কর্মকর্তাদের ওপর হামলা)
ঘা লেগেছে আতে
কুলোচ্ছে না ধাতে
আপত্তিকর এই আচরণ
তাই দুদকের সাথে।
ঘুষের টাকা পকেটে নেন
নানান ফন্দি ছক এটে নেন
পড়লে ধরা রেগে ওঠেন
করেন ক্ষেপে হামলা
দুদকে যায় মামলা।
যাদের থাকে টাকার খাবল
কা- করে আবোল-তাবোল
তেমনি ঘুষের টাকাসহ
ধরা খেলেন তিনি;
দুদক টিমের সঙ্গে করেন
বেজায় ছিনিমিনি।
কা- হলো কী?
বলবো না আর ছি!