টিপ্পনি

খবর: (সৃজনশীল প্রশ্ন নিয়ে ছড়াচ্ছে অসন্তোষ)

আমরা জানি কচুর মাথা
বুঝিনে এক তিল;
আন্দাজে সব লেখাজোখা
অন্ধকারে ঢিল-
আহা মজার জিনিসটা এক
প্রশ্ন সৃজনশীল।

মুই বুঝি না সেও বোঝে না
মাস্টারদের কেউ বোঝে না
ছেলে-মেয়ে এও বোঝে না
ঠাওরে হয় পার;
দ্যাখো মজা কেমন ঠেলা
সৃজনশীলের ধার।

এ নিয়ে খুব মাতামাতি
রাতারাতি সবাই হলো পাস
অনেকে কয় এ পদ্ধতি
লেখাপড়ায় বাঁশ!

– আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More